25.6 C
Bangladesh
Friday, January 24, 2025
spot_imgspot_img
Homeজাতীয়আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হারুন ইযহার।

আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হারুন ইযহার।


ফারদিন মোহাম্মদ :

২৮ ই এপ্রিল রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল লালখান বাজার মাদরাসা ঘেরাও করে। পরে মাদরাসার উত্তরপাশে ইফতা বিভাগের নিচে হারুন ইজহারের বাসা ঘেরাও করে তাকে বের করে নিয়ে আসা হয়। এ সময় তিনি সিজদারত অবস্থায় ছিলেন বলে জানান তারই মাদ্রাসার এক শিক্ষক।

মুফতি হারুন ইযহার হেফাজত ইসলামের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব

Most Popular

Recent Comments