26.1 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeপ্রতিষ্ঠা বার্ষিকীআওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেয়র আনোয়ারের শুভেচ্ছা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেয়র আনোয়ারের শুভেচ্ছা।

কুয়াকাটা প্রতিনিধি :

সংগ্রাম ও অর্জনের গৌরবময় পথচলার বাংলাদেশ আওয়ামী লীগের এর ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃআনোয়ার হাওলাদার ।

শুভেচ্ছা বার্তায় পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠালগ্ন থেকে সুদীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানের সুমহান গৌরব অর্জন করেছে।

আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর এ দেশে যা কিছু বিশাল অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে।

তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। তাহলে প্রকৃত অর্থে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হবে।

Most Popular

Recent Comments