28.9 C
Bangladesh
Wednesday, September 18, 2024
spot_imgspot_img
Homeশুভ জন্মদিনআজ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনি মোল্লাহর...

আজ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনি মোল্লাহর শুভ জন্মদিন

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ার কৃতি সন্তান ঢাকা কলেজের মেধাবী তরুণ ছাত্রনেতা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনি মোল্লাহর আজ শুভ জন্মদিন। পিরোজপুরের ভান্ডারিয়ার তার নিজ গ্রাম পূর্ব ভান্ডারিয়ায় ১৯৯৬ সালের ১৯ সেপ্টেম্বর এই দিনেই মায়ের কোল জুড়ে জন্মহয় মনিরুল ইসলাম মনি মোল্লাহ।তার পিতা একজন সাবেক শিক্ষক,বিশিষ্ট সমাজ সেবক, ইমাম ও খতিব,- আলহাজ্ব হাফেজ মোস্তফা মোল্লা সাহেব, তার মা একজন গৃহিণী। তার এক ভাই ও এক বোন রয়েছে, তার ছোট ভাই দৈনিক বিজয়ের বানী পিরোজপুর জেলা প্রতিনিধি, সাংবাদিক ফেরদৌস মোল্লা। মনিরুল ইসলাম মনি মোল্লাহর শিক্ষা জীবন শুরুহয় নিজ গ্রামের প্রতিষ্ঠানেই, ৯২ নং উত্তর পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে পঞ্চম শ্রেণি( psc) পাস করেন। পরবর্তীতে পৈকখালী হাজী এস এম জামান মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতে তার পিতা বাংলাদেশর অন্য তম শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় ভর্তি করেন, সেখান থেকে JDC ও SSC তথা অষ্টম ও দশম পরিক্ষা দেন। পরবর্তীতে ঢাকার অন্য তম শিক্ষা প্রতিষ্ঠান এস্টাম ফোট কলেজে ভর্তি হন সেখান থেকেই তিনি HSC পাস করেন, এখন তিনি ঢাকার অন্য তম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে অনার্স ফাইনাল ইয়ারে ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত আছেন। তিনি এই লেখাপড়ার পাশাপাশি রাজনৈতিক পথেও পদচারনা রয়েছে। তিনি প্রথমে গৌরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি হন তার পরে গৌরীপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হন, এর পরে তিনি বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ঢাকা মহানগর উত্তরে সাংগঠনিক সম্পাদক হন এখন তিনি বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদক হন।একই সাথে তিনি অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িতো আছেন। তার হাতে ঘরা সংগঠন স্বপ্ন জাগরণ যার মাধ্যমে শত শত মানুষের পাসে ধারাতে পেরেছে। গরীব মানুষদের শীতবস্ত্র বিতরণ সহ ছাত্র ছাত্রী দের লেখার জন্য বই খাতা কলম পেনসিল ইত্যাদি বিতরণ করেছে,এবং তার নিজ তহবিল থেকে শত শত মানুষদের অর্থ দিয়েও সাহায্য করেছেন।মানবতার একটি সংগঠন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের উপদেষ্টা হিসেবেও রয়েছেন,এবং তিনি সাংগঠনিক সম্পাদক ঢাকা কলেজেস্থ পিরোজপুর জেলা ছাত্রকল্যান পরিষদ। ভান্ডারিয়া ছাত্রকল্যান পরিষদ ঢাকা, হিসেবে রয়েছেন।

Most Popular

Recent Comments