27.2 C
Bangladesh
Tuesday, December 3, 2024
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাসআনোয়ার খানে কম খরচে করোনার চিকিৎসা পাবে ঢাবি পরিবার।

আনোয়ার খানে কম খরচে করোনার চিকিৎসা পাবে ঢাবি পরিবার।

ইমাম হাসান ইমন, ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা ৩০% ছাড়ে করোনা চিকিৎসা পাবেন আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে।এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও আনোয়ার খান মেডিক্যালের মধ্যে।

গতকাল সোমবার (২২ জুন) এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নিজামুল হক ভূঁইয়া।

ড. নিজামুল হক কালের কণ্ঠকে জানান, সমঝোতা স্মারক চুক্তির আওতায় কভিড-১৯ ও নন-কভিড রোগের চিকিৎসা নিতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। চিকিৎসা বিলে ৩০% ডিসকাউন্টও দেবে চিকিৎসাপ্রতিষ্ঠানটি। মূলত বিশ্ববিদ্যালয় পরিবারের সুষ্ঠু চিকিৎসার স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি স্বাক্ষরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রধান মেডিক্যাল অফিসার (সিএমও)।

দেশব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়লে বেশকিছু উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দরিদ্র শিক্ষার্থীদের অর্থসহায়তা ও চিকিৎসা ব্যবস্থা সহজীকরণেরও উদ্যোগ নেওয়া হয়। এবার বিশ্ববিদ্যালয় পরিবারের সবার চিকিৎসার জন্য সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হলো।

Most Popular

Recent Comments