27 C
Bangladesh
Friday, May 20, 2022
Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ৬.২ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎস মাজনে শহরের উত্তর-পূর্বের ৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি।

প্রাথমিকভাবে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে মাজনিতে ৪ জন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এছাড়া মামুজুর আশপাশ এলাকায় এতে ৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর সহস্রাধিক বাসিন্দা নিরাপদ আশ্রয় খুঁজতে বাসা থেকে পালিয়ে যায়।

উল্লেখ্য, ২০১৮ সালে সুলাওসির পালু শহরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই আঘাত হানে সুনামি। এতে ১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

খবরঃজাগো নিউজ

Leave a Reply

Most Popular

নওগাঁর আত্রাইয়ে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ভূমিসেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।বুধবার(১৮ মে)...

খাল দখল মুক্ত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানব বন্ধন।।

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া প্রতিনিধি।। কলাপাড়াপৌর শহরের জিন খালের চিংগরীয়া, পশ্চিম বাদুরতলী, এতিম খানার রহমতপুর...

নওগাঁর পোরশায় মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর পোরশায় ডাসকো ফাউন্ডেশনের পাবলিক হেলথ ইমপ্রভমেন্ট ইনিশিয়েটিভ প্রকল্প কার্যক্রম...

নওগাঁর সাপাহারে ছিনতাইয়ের টাকাসহ নারী ছিনতাইকারী আটক

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার সাপাহারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার...

Recent Comments