26.1 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠক্রিকেটকরোনাক্রান্ত নাফিস ইকবাল

করোনাক্রান্ত নাফিস ইকবাল

ছোট ভাই তামিম ইকবাল ঢাকা থেকে চট্টগ্রামের স্থানীয় কোচদের সাহায্যে অর্থায়নের ব্যবস্থা করেছিলেন।এছাড়া ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশেই আছেন চট্টগামের কাজীর দেউরির প্রসিদ্ধ খান পরিবারের বর্তমান প্রজন্মের জ্যেষ্ঠ সন্তান নাফিস ইকবাল। তা নিজে সশরীরে উপস্থিত থেকে বন্দর নগরীর ক্রিকেট কোচদের মাঝে বণ্টনের কাজ তদারক করেছেন বড় ভাই নাফিস ইকবাল।করোনা ক্ষতিগ্রস্তদের সেবা কার্যক্রমে জড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই করেনাাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাফিস ইকবাল।তাদের পরিবারের খুব কাছের এক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, দিন চারেক আগে প্রথমে জ্বর হয়েছিল নাফিস ইকবালের। পরে করোনা টেস্ট করানো হলে, ফলাফল পজিটিভ এসেছে।

তবে সূত্র নিশ্চিত করেছে, শারীরিকভাবে তেমন বড় কোন সমস্যা অনুভূত হচ্ছে না নাফিসের। চট্টগ্রাম শহরে নিজের বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন তিনি। বলা যায়, বর্তমানে সুস্থ হবার পথেই দেশের সাবেক এ ওপেনার।

Most Popular

Recent Comments