29.4 C
Bangladesh
Tuesday, September 17, 2024
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাসকরোনা ব্যবস্থাপনা বিশ্বে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ-

করোনা ব্যবস্থাপনা বিশ্বে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ-

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁয় ৬ দিনের সফরে এসে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে করোনাকালে একজন মানুষও না খেয়ে মারা যায়নি। করোনাকালে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য আর্থিক প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা বিশ্বে প্রশংসিত হচ্ছে।
২১ সেপ্টেম্বর,মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সার, বীজ ও বিদ্যুৎ কোনো কিছুরই অভাব নেই কৃষকের। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকায় চাল দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। দলের ক্রান্তিকালে তারাই এগিয়ে এসেছেন বারবার। কিছুদিনের মধ্যে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচন হবে। মনোনয়ন যিনিই পান, নৌকার প্রার্থীর বিজয়ে নেতাকর্মীদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে।

বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

Most Popular

Recent Comments