25.7 C
Bangladesh
Sunday, November 3, 2024
spot_imgspot_img
Homeঅনিয়মকলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পিতা পুত্রের উপর হামলা

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পিতা পুত্রের উপর হামলা

আবুল হোসেন রাজু:
কলাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র গুরুতর জখম হয়েছে। আহত বৃদ্ধা মো.আব্দুল আউয়াল (৮০) ও তার ছেলে মো.নাসির উদ্দিন (৪০) কে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা করেছে। গত শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের ইসুফপুর গ্রামের বাঁধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালের শয্যায় আহতরা জানায়, পূর্বশত্রুতার জের ধরে বৃদ্ধা মো.আব্দুল আউয়াল’র চাচাতো ভাই নুর ইসলাম আকনের উপর প্রথম হামলা চালায় একই এলাকার ইব্রাহিম মাতুব্বর, আইউব মাতুব্বর, ইয়ামিন মাতুব্বর নেতৃত্বে ৭/৮ জন। ভাইয়ের ওপর হামলার কারন জানতে বৃদ্ধ মো.আব্দুল আউয়াল ও তার ছেলে মো.নাসির উদ্দিন প্রতিপক্ষের কাছে গেলে তাদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে মারাত্মক জখম করে। বর্তমানে আহত পিতা,পুত্র উভয়ই কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মো.নাসির উদ্দিন বলেন, সরকারী জমিতে ইব্রাহিম মাতুব্বর একটি ঘর উত্তোলন করে। বিষটি মহিপুর ইউনিয়ন তহসিলদার বাঁধা দেয়। এ সময় নুর ইসলাম আকনকে ডেকে সাথে নিয়ে যান। নুর ইসলাম আকন’র ইন্ধনে এ ঘর তোলায় বাঁধা দেয়া হয়েছে । এমন সন্দেহে প্রতিপক্ষরা আমাদের উপর হামলা চালিয়েছে।
এ ব্যপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Most Popular

Recent Comments