33 C
Bangladesh
Wednesday, April 24, 2024
spot_imgspot_img
Homeবিনোদন ও শিল্পকলাকানে বাজছে কিশোরের শেষ কথা ‘দোয়া করিস বন্ধু’: হানিফ সংকেত

কানে বাজছে কিশোরের শেষ কথা ‘দোয়া করিস বন্ধু’: হানিফ সংকেত

হানিফ সংকেত ফেসবুকে শোক বার্তায় জানান, এখনো কানে বাজছে কিশোরের শেষ কথা ‘দোয়া করিস বন্ধু’। বলছিলেন বন্ধু এন্ড্রু কিশোরের কথা। অসংখ্যবার ইত্যাদিতে গান করেছেন এন্ড্রু কিশোর। ব্যক্তিগত জীবনেও তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু।

বন্ধুর মৃত্যুতে হানিফ সংকেত তার অফিসিয়াল ফেসবুক পেজে শোক প্রকাশ করে একটি পোস্ট করেন। পাঠকদের জন্য হানিফ সংকেতের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

এক শোক বার্তায় ফেসবুকে তিনি লেখেন, “অ্যান্ড্রু কিশোর আর নেই’, প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদটি নিজের হাতে এত তাড়াতাড়ি লিখতে হবে কখনো কল্পনাও করিনি। এই মুহূর্তে কানে বাজছে রাজশাহী থেকে বলা কিশোরের শেষ কথাগুলো, ‘দোয়া করিস বন্ধু, কষ্টটা যেনো কম হয়, আর হয়তো কথা বলতে পারবো না’। এর পরই খুব দ্রুত শরীর খারাপ হতে থাকে কিশোরের। আর আমারও যোগাযোগ বেড়ে যায় রাজশাহীতে তার পরিবারের সদস্যদের সঙ্গে।”

আরও লেখেন, “অবশেষে সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয় অ্যান্ড্রু কিশোর-বাংলা গানের ঐশ্বর্য, যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতিই ছিলো বেশি। যার মৃত্যুতে সংগীতাঙ্গনের অনেক বড় ক্ষতি হয়ে গেলো। অনেক কষ্ট পেয়েছি বন্ধু, এতো তাড়াতাড়ি চলে যাবি ভাবিনি-কিশোরের আত্মার শান্তি কামনা করছি।”

উল্লেখ্য, কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

এন্ড্রু কিশোর বাংলাদেশে ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। কয়েক হাজার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments