31.2 C
Bangladesh
Friday, September 20, 2024
spot_imgspot_img
Homeমানববন্ধনকুয়াকাটায় প্রকাশ্যে পিটিয়ে হত্যাকারীদের  গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন।।

কুয়াকাটায় প্রকাশ্যে পিটিয়ে হত্যাকারীদের  গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন।।

কলাপাড়া- (পটুয়াখালী) প্রতিনিধিঃ ২১-৮/২৪ রোজ বুধবার  পটুয়াখালীর কুয়াকাটার চিহ্নিত সন্ত্রাসী রহমান গাজী, নাসির গাজী, মিরাজ গাজীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।  বুধবার (২১ আগষ্ট) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ডংকুপাড়া বটতলা এলাকায় ভুক্তভোগী পাঁচ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা জানান, সন্ত্রাসী মিরাজ গাজী আওয়ামী সরকারের ক্ষমতার অপব্যবহার করে ২০১০ সালে রুবেল হাওলাদার নামে এক মটরসাইকেল চালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে।

শাহিন নামের আরেক মটরসাইকেল চালককে ছুড়িকাঘাত করে মটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। সন্ত্রাসী মিরাজ গাজীর পিতা রহমান গাজী ও চাচা নাসির গাজী একই এলাকার রফেজ মুসুল্লি নামের বৃদ্ধাকে কুপিয়ে মৃত্যু ভেবে ফেলে দেয়। উন্নত চিকিৎসায় সে বেঁচে যায়। তাদের হামলায় মৃত্যু শয্যায় আছেন নুরজাহান নামের এক বৃদ্ধ মহিলা। এছাড়াও গাজী গ্রুপ নামে পরিচিত সন্ত্রাসীদের দ্বারা এলাকার বহু মানুষ হামলার শিকার হয়েছে। মিথ্যা মামলায় নিঃস্ব হয়েছেন বহু পরিবার। সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এতদিন অতিষ্ঠ ছিল এলাকার সাধারণ মানুষ। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে ফুসে উঠেছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারী মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন,  আমার ছেলেকে প্রকাশ্যে হত্যা করে এরা। আজও আমি কোন বিচার পাইনি। সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর  দাবী জানিয়েছেন। 

মো. সাইদুর রহমান 

কলাপাড়া- পটুয়াখালী  প্রতিনিধি 

Most Popular

Recent Comments