26.1 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeবিএনপিকুয়াকাটা পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত।।

কুয়াকাটা পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত।।

নিজস্ব প্রতিবেদক: 

কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) শেষ বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস’র হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় কুয়াকাটা পৌরসভার সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা করা হয়।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন শিকদার। প্রধান বক্তা ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার। এছাড়াও কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌরসভা, মহিপুর থানা, লতাচাপলী ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। কর্মী সভাটি যৌথভাবে পরিচালনা করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।

সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Most Popular

Recent Comments