17 C
Bangladesh
Friday, December 6, 2024
spot_imgspot_img
Homeঅবৈধ স্থাপনাকুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ।

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ।

কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পৌরভবন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালনা করছে কলাপাড়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয় এই অভিযান চলবে দুইদিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তারসাথে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ।  এসময় বাংলাদেশ সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত এক সপ্তাহ যাবৎ মাইকিং করে পাউবো। তাঁদেরকে কুয়াকাটা বীজ ম্যানেজমেন্ট কমিটির দেয়া নির্ধারিত জায়গায় স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলে অনেকে সরিয়ে নেয়, তবে অনুরোধ উপেক্ষা করা দোকান গুলো গুড়িয়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, আমরা মোট পাঁচ শতাধিকের অধিক অবৈধ দখলদারকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলেছিলাম। তবে নির্দিষ্ট সময় পরেও অনেকে স্থাপনা সরিয়ে নেয়নি তারপরে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্বাহী মাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ করা হচ্ছে।

Most Popular

Recent Comments