29 C
Bangladesh
Friday, April 19, 2024
spot_imgspot_img
Homeঅনিয়মকুয়াকাটায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার - ৮ ট্রলার...

কুয়াকাটায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার – ৮ ট্রলার জব্দ।

আবুল হোসেন রাজুঃ

বঙ্গোসাগরে সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় অভিযান চালিয়ে আটটি মাছ ধরার ট্রলারসহ চার লাখ মিটার জাল ও মাছ জব্দ করেন কুয়াকাটা নৌ-পুলিশ।

মঙ্গলবার দিনব্যাপী গোপন সংবাদের ভিত্তিতে পায়রা বন্দর সংলগ্ন সোনারচর এলাকা থেকে কুয়াকাটা নৌ পুলিশের (এ এসআই) মো. কামরুজ্জামানের নেতেৃত্বে একদল নৌ-পুলিশ অভিযান চালিয়ে নাম বিহিন ৮টি ট্রলার জব্দ করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ।

কলাপাড়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলার মালিক ১.ইব্রাহিম (৪৫) ৪০ হাজার, ২. জুলহাস(৩২) ২৫ হাজার, ৩. মঈনউদ্দীন(৩৫) ২২ হাজার, ৪. বেল্লাল(২৩) ২৫ হাজার, ৫.আনোয়ার(৪৫) ৪০ হাজার, ৬. সাহের আলী(৪০) ২৫ হাজার, ৭. ছাইদুল ইসলাম(৩৬) ১৮ হাজার, ৮.ইব্রাহিম(৩২) ১৮ হাজার টাকা জরিমানা করেন।

কুয়াকাটা নৌ পুলিশ পুলিশ ফাঁড়ির (এ এসআই) কামরুজ্জামান বলেন, আমরা টিম নিয়ে সমুদ্রে টহলে রয়েছে যাতে কোন অসাধু চক্র মাছ দরতে না পারে।

কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আজকে আটজন ট্রলার মালিককে সর্বমোট ২ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এর আগেও অনেক জেলেকে আমরা জরিমানা করেছি।
গত ২০ মে থেকে শুরু হয়েছে ৬৫ দিনের সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা, চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এই নিষেধাজ্ঞায় যাতে কোনো জেলে সমুদ্রে মাছ শিকার না করতে পারে সে ব্যাপারে সর্বদাই খেয়াল রাখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments