27.6 C
Bangladesh
Friday, October 4, 2024
spot_imgspot_img
Homeরাজনীতিকুয়াকাটা জামায়াত ইসলামীর আয়োজিত কর্মীসভায় আসবেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

কুয়াকাটা জামায়াত ইসলামীর আয়োজিত কর্মীসভায় আসবেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল ২৫ তারিখ, বুধবার বাংলাদেশ জামায়াত ইসলামী কলাপাড়া উপজেলা দক্ষিণ জোন কুয়াকাটা শাখার উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ বাংলাদেশ জামায়াত ইসলামী কুয়াকাটা শাখার আমির মাওঃ মাঈনুল ইসলাম মান্নান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন

বিজ্ঞপ্তিতে বলা হয়- এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবে পটুয়াখালী জেলা আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুয়াকাটা পৌর আমীর মাওলানা মাইনুল ইসলাম মান্নান।

সঙ্গীত শিল্পী হিসেবে থাকবে কবির বিন সামাদ, সাইমুম শিল্পীগোষ্ঠী, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট।সাংস্কৃতিক প্রোগ্রাম ব্যবস্থাপনায় থাকবে পটুয়াখালী জেলা ছাত্রশিবির।

উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে মহীপুর থানার অধীনস্থ সকল প্রতিষ্ঠানসমূহে দাওয়াতি চিঠি বিলি করা হচ্ছে এবং সার্বিক ব্যবস্থাপনার কাজ অব্যাহত রয়েছে।

Most Popular

Recent Comments