28 C
Bangladesh
Tuesday, September 26, 2023
spot_imgspot_img
Homeকমিটিকুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমবায় সমিতি লিঃ এর কমিটি গঠন।

কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমবায় সমিতি লিঃ এর কমিটি গঠন।

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধিঃকুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমবায় সমিতি লিঃ এর কমিটি গঠন সভাপতি জনি আলমগীর ও সাধারণ সম্পাদক কে এম বাচ্ছু। কুয়াকাটা পৌর সভার হল রুমে রোববার (১৭ অক্টোবর )রাত ৮ ঘটিকায় সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতিঃআবুল কাজী,সহ-সভাপতিঃ নুর জামান খলিফা,যুগ্ন সাধারন সম্পাদকঃইলিয়াচ আকন,সাংগঠনিক সম্পাদকঃ বেলাল হোসেন ঢালী,কোষাধক্ষঃমো সাইদুর রহমান শাহিন,দপ্তর সম্পাদকঃহাবিব খলিফা, সমাজ কল্যাণ সম্পাদকঃনুর হোসেন খলিফা (আকাশ), ১ নং সদস্যঃ হোসাইন আমির,২ নং সদস্যঃ জাকারিয়া জাহিদ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন হোসাইন আমিনের ও সঞ্চালনা করেন সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া জাহিদ।#####

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments