29.2 C
Bangladesh
Tuesday, November 12, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতকুয়াকাটা নৌ পুলিশের অভিযানে ৮০ লাখ টাকার কারেন্ট জাল আটক।

কুয়াকাটা নৌ পুলিশের অভিযানে ৮০ লাখ টাকার কারেন্ট জাল আটক।

আবুল হোসেন রাজু:
কুয়াকাটা কলাপাড়া পায়রা বন্দর ও রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধ ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫০ হাজার মিটার বেড় জাল আটক করে পুড়িয়ে দিয়েছে কুয়াকাটা নৌ-পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়। পরে শনিবার সকাল দশটায় কলাপাড়া হেলিপ্যাড মাঠে প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের এসব জাল পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন মোল্লা ও এ এস আই কামরুল ইসলাম। রাবনাবাদসহ বিভিন্ন নদীতে অবৈধ জাল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম। ###

Most Popular

Recent Comments