32.9 C
Bangladesh
Wednesday, October 9, 2024
spot_imgspot_img
Homeঅনুষ্ঠানচুয়াডাঙ্গা সদর থানার আয়োজনে ওপেন হাউজ ডে'২০২১ অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গা সদর থানার আয়োজনে ওপেন হাউজ ডে’২০২১ অনুষ্ঠিত।

মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

পুলিশের সেবার মান বৃদ্ধি তথা সচ্ছতা ও জবাবদিহিতা মূলক পুলিশী ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে চুয়াডাঙ্গা থানার আয়োজনে ওপেন হাউজ ডে’২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার সময় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা( সদর সার্কেল) জনাব মোঃ জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এ ছাড়া, সন্মানিত ইউপি চেয়ারম্যানবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, নারী নেতৃবৃন্দ, ধর্মীয় শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সন্মানিত সাংবাদিক বৃন্দ সহ সর্বস্তরের মানুষের সরব উপস্থিতি ছিলেন। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন চুয়াডাঙ্গা
জেলা পুলিশকে জনবান্ধব, আধুনিক ও যুগোপযোগী বাহিনীতে পরিণত করার লক্ষ্যে সর্বচ্চ মনোভাব নিয়ে কাজ করতে হবে।

জেলার প্রতিটি থানায় ওপেন হাউজ ডে’ সভা করে চুয়াডাঙ্গা
জেলার সকল পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যদের সাথে নিয়ে উপযোগী আধুনিক ও জনবান্ধব পুলিশী ব্যবস্থা গড়ে তুলতে চলমান বৈশ্বিক সংকট করোনা মোকাবেলায় পুলিশের অনন্য অবদানের কথা উল্লেখ করে বলেন, বর্তমান পুলিশ যেভাবে জনগণের কাছে গিয়েছে, তাদের পাশে থেকেছে, তাদেরকে সুরক্ষা দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

বার্তা পেরক
মোঃ-আলমগীর হোসেন, বিভাগঃ খুলনা,
জেলা ঃ চুয়াডাঙ্গা

Most Popular

Recent Comments