31.2 C
Bangladesh
Friday, September 20, 2024
spot_imgspot_img
HomeUncategorizedচুয়াডাঙ্গা জেলার জীবননগরে আখ ক্ষেত থেকে মহিলার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার।

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে আখ ক্ষেত থেকে মহিলার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার।

মোঃ-আলমগীর হোসেন,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ির নিকট কোমরচারা মাঠ থেকে এক মহিলার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে উথলী গ্রামের হঠাৎ পাড়ার কিছু ছেলে ঘাস কাটার উদ্দেশ্যে মাঠে গেলে এক মহিলার বিবস্ত্র ক্ষতবিক্ষত লাশ দেখে উথলী ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুল হাসান মঈন কে জানায়।মঈনুল হাসান জীবননগর থানার পুলিশকে অবগতি করে।

মহিলার নাম তানজিরা(২৫) খাতুন।
উথলী ইউনিয়নের সিংনগর গ্রামের আব্দুস সালামের স্ত্রী।দুই সন্তানের জননী আকন্দবাড়ি আবাসনের আবু তালেবের মেয়ে তানজিরা খাতুন গত সোমবার থেকে নিখোঁজ হয়।

Most Popular

Recent Comments