21.2 C
Bangladesh
Friday, December 6, 2024
spot_imgspot_img
Homeমাহফিলছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিল শুরু।

ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিল শুরু।


মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি।


ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিল শুরু হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরীব মাহফিলের কার্যক্রম শুরু হয়। ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)-জিকির আজকার, তা’লীম পরিচালনা করেন। এরপর কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও গুরুত্বপূর্ন নসীহতের মাধ্যমে মাহফিল শুরু হয়। আগামী ১ ডিসেম্বর বাদ জোহর আখেরী মুনাজাত হবে। ইতোমধ্যে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ মাহফিলের ময়দানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি মাহফিলে অংশগ্রহণের জন্য আরও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান যাত্রাপথে রয়েছেন।

Most Popular

Recent Comments