34 C
Bangladesh
Saturday, July 27, 2024
spot_imgspot_img
Homeপ্রশিক্ষণদাগনভূঞায় মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণের সমাপনী

দাগনভূঞায় মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণের সমাপনী

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় তিন দিন ব্যাপী মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সস্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিসের  সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হলরুমে বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিসের জোরদারকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কসাইখানার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের উপায় মাংস ব্যবসায়ীদের তিন দিন ব্যাপী এ (বুচার) প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে নিরাপদ প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা, চারটি গুরুত্বপূর্ণ জুনোটিক রোগ (তড়কা, জলাতংক, বোভাইন টিবি, ব্রুসেলোসিস) এবং মাংস ব‍্যবসায়ীদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। প্রশিক্ষণে উপজেলার ২২ জন মাংস ব্যবসায়ী অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ প্রদান করেন জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মকবুল হোসেন, ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক, উপপরিচালক(কৃত্রিম প্রজনন) ফেনী জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ও দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা। সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ডিএফএ নিপাশ মজুমদার ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কার্তিক চন্দ্র পাল। উল্লেখ্য, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ গত ২৭ মে শুরু হয়। ৩০ মে সম্পন্ন হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments