32.9 C
Bangladesh
Wednesday, October 9, 2024
spot_imgspot_img
Homeসভাদাগনভূঞায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দাগনভূঞায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি। আরও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল হাসান,
পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জোনায়েদুর রহমান,

উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাষ্টার গোপাল সাহা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিজন বিহারী ভৌমিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদারসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সভায় পূজা উদযাপনে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন

সভায় শারদীয় দূর্গা উৎসব উদযাপনে ছোটখাটো কিছু
সমস্যার কথা তুলে ধরে মন্দির প্রতিনিধিরা। যা সমাধানের আশ্বাস দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও। এছাড়া আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনাও দেন থানার অফিসার ইনচার্জ।

উল্লেখ্য, এবার উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভায় ১৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১১ অক্টোবর মহা ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয় দূর্গা উৎসব।

Most Popular

Recent Comments