27.6 C
Bangladesh
Friday, October 4, 2024
spot_imgspot_img
HomeUncategorizedদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইন্দুরকানীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইন্দুরকানীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের এশিয়ান টিভির সাংবাদিক আবু বকর সিদ্দিক ও বরিশালে সাংবাদিক আল ইমরানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইন্দুরকানীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় ইন্দুরকানী বাজার সদর রোড চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ইন্দুরকানী উপজেলা শাখার আহবায়ক গাজী আবুল কালামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির মান্নু , সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক এস আই টিটু, সাংবাদিক হাফিজুল ইসলাম, সাংবাদকি এইচ এম. শিমুল, সাংবাদিক ইয়াছিন হাওলাদার , সাংবাদিক ডি ইউ ইউসুফ, সাংবাদিক হাসিব সরদার , সাংবাদিক রিপন মাহমুদ প্রমুখ।

প্রতিবাদি সমাবেশে বক্তিতা রাখেন ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির মান্নু, মফস্বল সাংবাদিক ফোরাম ইন্দুরকানী উপজেলা শাখার আহবায়ক গাজী আবুল কালাম ও দিবাকর দত্ত পুলিনসহ অনান্যরা।

এসময় বক্তারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার জন্য প্রসাশনের দৃষ্টি আকর্ষন করেন।

Most Popular

Recent Comments