26.1 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeসভানওগাঁর ধামইরহাটে আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

মুজাহিদ হোসেন,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর ধামইরহাটে ৩ নম্বর আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২রা অক্টোবর বিকেল ৪ টায় ভেড়ম উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গণির সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি। সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. রফিকুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাকিল আহমেদ বাদল, সম্মেলনের উদ্বোধন ও উপজেলা আওয়ামীলীগে সভাপতি দেলদার হোসেন, প্রধান বক্তা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, সহ সভাপতি নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী ড. আখতারুল আলম, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, কার্যকরি সদস্য রামজনম রবিদাস, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, সম্পাদক জাবেদ নওরোজ আলমগীর, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখসহ সম্মেলনের কাউন্সিলর ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন। এ রিপোট লেখা পর্যন্ত কমিটির গঠন প্রক্রিয়া চলমান ছিল।

Most Popular

Recent Comments