25.7 C
Bangladesh
Wednesday, October 9, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতনওগাঁর ধামুইরহাটে গরু চুরির অভিযোগে দুই জন আটক

নওগাঁর ধামুইরহাটে গরু চুরির অভিযোগে দুই জন আটক

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর ধামইরহাটে গরু চুরির অভিযোগে ফারুক হোসেন (৩২) এবং আনারুল ইসলাম (৩৫) নামের দুজন গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় আরো ২জন পলাতক রয়েছে। আটককৃত আসামীরা হলেন-উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার পিতা মো. শাহাজান আলী এবং একই এলাকার পিতা মো. কেরামত আলীর ছেলে।

গত শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আগ্রাদ্বিগুন বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। জানা গেছে, উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর নামক এলাকার এনায়েত আলীর ছেলে মো. ওয়াসীম আকতার (৩০) এর গোয়াল ঘর থেকে গত ১লা সেপ্টেম্বর ভোর রাতে ১টি গাভী গরু ও ১টি বাছুর চুরি হয়। পরে চুরি যাওয়া গরু বিভিন্ন স্থানে খোঁজ করার একপর্যায়ে ওইদিন আগ্রাদ্বিগুন বাজার থেকে দেবীপুর এলাকার দিকে একটি ভ্যান যোগে গরু দুটিকে নেয়ার সময়ে স্থানীয়দের সহায়তায় গরু দুটিকে উদ্ধার এবং দুজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়। এসময় ধৃত আসামীরা গরু চুরির কথা স্বীকার করেন। এঘটনায় মিজানুর রহমান (৩৭) এবং আশরাফুল ইসলাম (২৪) নামের দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গরুর মালিক বাদি হয়ে থানায় ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, চুরির সাথে জড়িত চার জনের নামে মামলা হয়েছে। আটককৃত দুজনকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলমান রয়েছে।

Most Popular

Recent Comments