26.1 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁর ধামুইরহাটে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

নওগাঁর ধামুইরহাটে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর ধামইরহাটে যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৫৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্নালিল্লাহে…রাজেউন।
শনিবার (১১সেপ্টেম্বর) রাতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আমিনুল ইসলাম উপজেলার বেলঘরিয়া নামক গ্রামের মৃত কমির উদ্দিন মন্ডলের বড় ছেলে এবং ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে নিহত যুবলীগ নেতা পাশ্ববর্তী জেলা জয়পুরহাট থেকে বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল যোগে ধামইরহাট ফিরছিলেন। পথে জেলার খঞ্জনপুর নামক স্থানে একটি গরু বোঝাই ভটভটির সাথে সামনাসামনি সংঘর্ষ বাঁধে। এতে সে মারাত্মকভাবে জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল নেয়ার পথে তিনি মারা যান। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় বইছে শোকের ছায়া।
তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Most Popular

Recent Comments