মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার । জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ।
একাডেমিক সুপার ভাইজার মুরশিদুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা জিন্না ঝর্ণা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ,নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, নজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোজ কুমার, সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন উইনিয়ন থেকে আগত কৃষান কৃষানীরা সাংবাদিক সুধিজন প্রমুখ। পরে প্রধান অতিথি মেলায় বিভিন্ন ফলদ বনজ ও ঔষধি এবং কৃষি প্রযুক্তির বিভিন্ন স্টল পরিদর্শন করেন ।
I have read your article carefully and I agree with you very much. So, do you allow me to do this? I want to share your article link to my website: gateio
Your article helped me a lot, is there any more related content? Thanks!