মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি//
নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে জনসাধারণের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত বাংলাদেশ খাদ্য কতৃপক্ষ এর আইন, বিধি, প্রবিধান বাস্তবায়ন করার নির্দেশ দিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
বুধবার ২২ জুন ২০২২ পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে জনসাধারণের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষ এর আইন পুরা করার নির্দেশ প্রদান করে বক্তব্য দিলেন পোরশা সাপাহার ও নিয়ামতপুর উপজেলার রূপকার মাটি ও মানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার।
সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন, পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল হক, সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, পথিমধ্যে উপজেলা চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী মোঃ নাজমুল হামিদ রেজা কাজিবুল ইসলাম ইসলাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়ে আসেন।
I read your article carefully, it helped me a lot, I hope to see more related articles in the future. thanks for sharing.
I am a website designer. Recently, I am designing a website template about gate.io. The boss’s requirements are very strange, which makes me very difficult. I have consulted many websites, and later I discovered your blog, which is the style I hope to need. thank you very much. Would you allow me to use your blog style as a reference? thank you!