19.9 C
Bangladesh
Tuesday, December 3, 2024
spot_imgspot_img
Homeসভানওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার(২৭এপ্রিল)বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তৌফিক রেজা, অফিসার ইনচাজ (তদন্ত) শাহ্ আলম, বিজিবি অধিনায়ক মোঃ নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলি মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার তোজাম্মেল হক, নিতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, ঘাটনগর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমানসহ সাংবাদিক বৃন্দ ।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, নিজ নিজ দপ্তরের কার্যক্রমের বিষয়ে অবহিত করেন কর্মকর্তাগণ। এছাড়াও উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবহিতকরণ, চোরাচালান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করেন বক্তারা।

Most Popular

Recent Comments