26.7 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাসনওগাঁর বদলগাছীতে করোনায় স্ত্রীর মৃত্যুর ১৩ দিন পর স্বামীর মৃত্যু

নওগাঁর বদলগাছীতে করোনায় স্ত্রীর মৃত্যুর ১৩ দিন পর স্বামীর মৃত্যু

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যুর পর করোনায় স্বামীর মুত্যুর ঘটনা ঘটেছে। জানা যায় উপজেলা সদর গোরশাহী গ্রামের অবসর পাপ্ত শিক্ষক আঃ আজিজ মাষ্টার রাজশাহী মেডিকেলে মুত্যু হয়। গত ২৩জুন করোনা ভাইরাসে আক্রান্ত হলে ঐ বাড়ী লকডাউন ঘোষনা করেন উপজেলা প্রশাসন।

তাদের অবস্তার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেলে ভর্তি হলে চিকিৎস্যা ধীন অবস্তায় ২৫জুন আজিজ মাষ্টারের স্ত্রী রাজিয়া সুলতানা মিলির মুত্যু ঘটে। আঃ আজিজ চিকিৎস্যাধীন আইসিইউতে ছিলেন আজ ৯ জুলাই ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্তায় মুত্যু হয়। এলাকাবাসী জানান আজিজ মাষ্টার নওগাঁ কেডি স্কুলের অবসর পাপ্ত শিক্ষক তিনি বদলগাছী হাসপালের সামনে মাষ্টার পাড়ায় বসবাস করতেন।

Most Popular

Recent Comments