32.9 C
Bangladesh
Wednesday, October 9, 2024
spot_imgspot_img
Homeসভানওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁর বদলগাছীতে “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে নওগাঁর বদলগাছীতে সাংবাদিকগণের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম।

শনিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা মৎস্য দপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ-উল-হক, ক্ষেত সহকারী আব্দুল বারী ও মো. মাহমুদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক সংস্থার সাধারণত সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান সহ উপজেলার কর্মরত সাংবাদিক গন।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, এ উপজেলায় মাছ চাষ দিন দিন বেড়েই চলেছে। আমরা মৎস্য চাষিদের মাছ চাষের উদ্বুদ্ধ করণে বিভিন্ন প্রশিক্ষণসহ মৎস্য পোনা ও বিভিন্ন উপকরণ বিতরণ করে থাকি। এছাড়াও প্রতিবছর উপজেলার সেরা মৎস্য চাষিদের পুরষ্কৃত করি।

Most Popular

Recent Comments