মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৫.০০ টার সময় বদলগাছী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হল রুমে এই আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃআনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এম,পি জনাব ডঃ মোঃ আকরাম হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃআবু খালেদ বুলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এফ,এম জবির উদ্দীন সাহ, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য মোঃহেলাল রাব্বী,মোঃবাবর আলী,মোঃহাফিজার রহমান,প্রভাষক মোঃনজরুল ইসলাম,ইউপি সদস্য মোঃআনিছুর রহমান,মোঃআইতুল হোসেন সহ উপজেলার সকল পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
For my thesis, I consulted a lot of information, read your article made me feel a lot, benefited me a lot from it, thank you for your help. Thanks!
I am sorting out relevant information about gate io recently, and I saw your article, and your creative ideas are of great help to me. However, I have doubts about some creative issues, can you answer them for me? I will continue to pay attention to your reply. Thanks.