32 C
Bangladesh
Wednesday, September 18, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁর রানীনগর ট্রাকের ধাক্কায় নিহত ১ জন আহত ১ জন

নওগাঁর রানীনগর ট্রাকের ধাক্কায় নিহত ১ জন আহত ১ জন

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় ট্রাকের ধাক্কায় জয়েন উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিকভাবে নিহত হয়েছেন এবং সাজ্জাদ হোসেন (৪৫) নামে আরো একজন আহত হয়েছে। আহত সাজ্জাদকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত অনুমান সাড়ে ১০ টায় উপজেলা সদর হাসপাতাল গেইটের সামনে। নিহত জয়েন দক্ষিন রাজাপুর মিনা পাড়া গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে ও আহত সাজ্জাদ হোসেন একই গ্রামের হবিবর রহমানের ছেলে।

নিহত জয়েন উদ্দীনের জামায় সোহেব খন্দকার জানান,শুক্রবার রাতে শ্বশুর জয়েন উদ্দীন রাণীনগর হাসপাতালে একজন নিকট আত্মীয়কে দেখতে যায়।এরপর হাসপাতাল থেকে বের হয়ে গেইটের সামনে রাণীনগর-নওগাঁ রাস্তার পার্শ্বে মোটরসাইকেলে বসেছিলেন। এসমন সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জয়েন মারা যায় এবং সঙ্গে থাকা সাজ্জাদ হোসেন গুরুত্বর আহত হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস জানান,এঘটনায় ট্রাকটি নওগাঁ সদর থানায় আটক আছে। তবে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Most Popular

Recent Comments