32.9 C
Bangladesh
Wednesday, October 9, 2024
spot_imgspot_img
Homeঅভিযোগনওগাঁয় দূর্বৃত্তদের দেয়া আগুনে দোকানঘর আগুনে পুড়ে ছাই

নওগাঁয় দূর্বৃত্তদের দেয়া আগুনে দোকানঘর আগুনে পুড়ে ছাই

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁর মান্দায় দূর্বৃত্ত্বদের দেয়া আগুনে একটি মুদিখানার দোকানঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।দোকান মালিক ফয়জুল ইসলাম জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে ১১টার দিকে দোকানঘরে ঘুমিয়ে পড়েন। এক সময় আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। এসময় দোকানঘরের পেছনের টিনের বেড়া ভেঙে বাইরে বেরিয়ে চিৎকার শুরু করেন তিনি।পরবর্তীতে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ততক্ষণে আগুনে মুদিদোকানসহ কেবল ব্যবসার যাবতীয় মালামাল পুড়ে যায়।এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তিনি। ভুক্তভোগী দোকানি বলেন, তার ছেলে আলমগীর হোসেন একজন কেবল ব্যবসায়ী। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কসবামান্দা গ্রামের আরেক কেবল ব্যবসায়ী নাজিম উদ্দিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে তাকে ক্ষতিগ্রস্ত করতেই মুদিখানাসহ কেবল ব্যবসার যাবতীয় মালামাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তার ধারণা।তবে এসব অভিযোগ অস্বীকার করে কসবামান্দা গ্রামের কেবল ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙ্চুরের ঘটনায় ফয়জুল ইসলাম, তার ছেলে আলমগীর হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছি। এ মামলা থেকে বাঁচতে প্রতিপক্ষরা অগ্নিকান্ডের ঘটনার অবতারনা করেছে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এ ধরণের ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Most Popular

Recent Comments