31.2 C
Bangladesh
Friday, September 20, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ ঃ

নওগাঁ জেলার মান্দায় পুকুরের পানিতে ডুবে তামিমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২৭ জুলাই,মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তামিমা আক্তার ওই গ্রামের রশিদুল হক কবিরাজের মেয়ে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, আজ সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় শিশু তামিমা। বেলা সাড়ে ১১টার দিকে পুকুরের পানিতে তার লাশ ভেসে ওঠে। পরে লাশটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়।
অন্যদিকে গত সোমবার সকালে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রিয়া খাতুন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রিয়া খাতুন মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। সে একরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান উক্ত দূর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Most Popular

Recent Comments