32 C
Bangladesh
Wednesday, September 18, 2024
spot_imgspot_img
Homeনওগাঁনওগাঁয় পুলিশের সাথে সংঘর্ষের মামলায় জামিন নিতে যায়ে বিএনপির চার নেতা কারাগারে

নওগাঁয় পুলিশের সাথে সংঘর্ষের মামলায় জামিন নিতে যায়ে বিএনপির চার নেতা কারাগারে

মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁয় সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক মামলায় চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
১৬ আগস্ট,সোমবার দুপুরে নওগাঁর ১নং আমলি আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক তাজুল ইসলাম নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্তরা হলেন, নওগাঁ জেলা বিএনপির সদস্য মোফাখারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ।

উল্লেখ্য, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩০ মার্চ নওগাঁ সদর থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে এ মামলা করেন। পৃথক দুইটি মামলায় ৫৭ জন করে একই ব্যক্তিসহ অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে।

Most Popular

Recent Comments