32 C
Bangladesh
Wednesday, September 18, 2024
spot_imgspot_img
Homeঅভিযোগনওগাঁয় পূর্ব শত্রুতার জেরে এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা।

নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা।

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁর বদলগাছীতে পূর্ব শত্রুতার জেরে মজিদুল ইসলাম (৬০) নামের এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।এ ঘটনায় নিহতের ছেলে মিঠুন হোসেন বাদী হয়ে গরু ব্যবসায়ী মকছেদ আলীকে (৫০) প্রধান আসামি করে মামলা দিলে পুলিশ বিকেলে জেলার মহাদেবপুর উপজেলার মাতাজিহাট থেকে গ্রেফতার করে।নিহত মজিদুল ইসলামের বাড়ি বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামে। আটক মকছেদ আলীর বাড়ি একই ইউনিয়নের খামার আক্কেলপুর গ্রামে।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৭-১৮ বছর ধরে মজিদুল ইসলাম ও মকছেদ আলী যৌথভাবে গরুর ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়ীক দ্বন্দ্বে দুই বছর আগে মজিদুল ইসলাম আলাদাভাবে ব্যবসা শুরু করেন। গত দুই মাস আগে ব্যবসার হিসেব নিয়ে তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়।১৩ জুলাই,মঙ্গলবার কোলার হাটে এক লাখ ৮০ হাজার টাকায় দুটি গরু বিক্রি করে ভান্ডারপুর বাজারের দিকে রওনা দেন মজিদুল ইসলাম। রাত সাড়ে ৮টার দিকে মুক্তির মোড়ে মকছেদ আলীসহ তার আরও তিন সঙ্গী মজিদুলের পথরোধ করে চোখ বেঁধে পাশের মরিচ খেতে নিয়ে যান। সেখানে তারা মজিদুল ইসলামকে ধারালো ছুরি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যান।১৪ জুলাই,বুধবার ভোর চারটার দিকে মজিদুল ইসলামের জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসেন। স্বজনরা তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেয়ার পথে মজিদুল ইসলাম মারা যান।বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে নিহতের ছেলে মিঠুন হোসেন মামলা করেছেন। মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Most Popular

Recent Comments