27.6 C
Bangladesh
Friday, October 4, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতধর্ষননওগাঁয় ফ্রিজে রাখা গোশত আনতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার কিশোরী

নওগাঁয় ফ্রিজে রাখা গোশত আনতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার কিশোরী

নুরুজ্জামান লিটন,
জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁ জেলার রাণীনগরে এক কিশোরী (১৩) পাশের বাড়িতে ফ্রিজে রাখা গোশত আনতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১০ আগস্ট মঙ্গলবার ওই বাড়ির কাজের লোক করিম মন্ডল (৩৭) এই ধর্ষণচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর ভাই।

রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন সরদারপাড়া গ্রামের মৃত ইব্রাহিমের বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীর ভাই। তিনি আরো বলেন, আমরা গরিব মানুষ,আমাদের বাড়িতে ফ্রিজ নেই। বেশ কিছুদিন আগে মালশন সরদারপাড়ার মৃত ইব্রাহিমের বাড়িতে হাঁসের গোশত রেখে আসেন আমার মা। গত মঙ্গলবার সকালে ছোট বোন ইব্রাহিমের বাড়িতে গোশত আনতে যায়। ইব্রাহিমের স্ত্রী বাড়িতে না থাকায় গোশত না পেয়ে ছোট বোন বাড়িতে চলে আসে। এর কিছুক্ষণ পর ইব্রাহিমের বাড়ির কাজের লোক মালশন মন্ডলপাড়া গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে করিম মন্ডল আমার বোনকে গোশত দেওয়ার কথা বলে আবার নিয়ে যায়। এরপর বোনকে করিম জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়।

পরে বোন কোনোমতে গোশতের পুঁটলি ছুড়ে মেরে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে।

ভুক্তভোগীর মামা জানান, বিষয়টি ওই দিনই গ্রামের মাতব্বর প্রধানকে জানানো হয়। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে এ বিষয়টি নিয়ে বসাও হয়েছিলো। এরপর থেকেই মাতব্বররা তালবাহানা শুরু করেছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। তবে এই ধর্ষণ চেষ্টার ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর স্থানীয় প্রভাবশালীরা।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, এমন ঘটনা নিয়ে এখনো কেউ থানায় আসেনি। ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Most Popular

Recent Comments