31.2 C
Bangladesh
Friday, September 20, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁয় বজ্রপাতে একজনের মৃত্যু আহতঃ২

নওগাঁয় বজ্রপাতে একজনের মৃত্যু আহতঃ২

মুজাহিদ হোসেন,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর ধামইরহাটে ভারি বৃষ্টিপাতের সময়ে আকস্মিক বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরো দুজন গুরতর আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার আড়ানগর এলাকার কানাই কাশিম্বি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন একই এলাকার মো. মোনতাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত অবস্থায় একই এলাকার গোলজার রহমানের ছেলে মেহেদি হাসান (১৮) ও ফেরদৌস হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৪) কে নজিপুর হাসপাতালে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

স্থানীয়রা জানান, ওইদিন দুপুরে এলাকার একটি পুকুর থেকে উভয় মিলে মাছ নিয়ে ভুটভটি(নছিমন) যোগে বিক্র‍য়ের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে সাদ্দাম হোসেন মারা যায় এবং দুজন গুরতর আহত হয়। পরে স্থানীয়রা সেখান থেকে আহতদের উদ্ধার করে নজিপুর হাসপাতালে নিয়ে যায়।

Most Popular

Recent Comments