34.6 C
Bangladesh
Friday, September 20, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁয় বেপরোয়া ট্রাক কেড়ে নিলো দুই যুবকের প্রাণ।

নওগাঁয় বেপরোয়া ট্রাক কেড়ে নিলো দুই যুবকের প্রাণ।

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলার পোরশা উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৬ জুলাই,শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সরাইগাছি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত হোসেন সাপাহার উপজেলার কৈকুড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে ও সোহাগ হোসেন সাপাহার উপজেলার রামরায়পুর গ্রামের মামুদ আলীর ছেলে।

পোরশা থানার ওসি শফিউল আজম খান জানান, রাতে মোটরসাইকেল আরোহী দুইজন পোরশা উপজেলার সরাইগাছী মোড় পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শফিউল আজম বলেন, নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

Most Popular

Recent Comments