25.7 C
Bangladesh
Friday, December 6, 2024
spot_imgspot_img
Homeপ্রেস বিজ্ঞপ্তিনওগাঁ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কায়েস উদ্দীন সাধারণ সম্পাদক শফিক ছোটন

নওগাঁ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কায়েস উদ্দীন সাধারণ সম্পাদক শফিক ছোটন

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দীন (চ্যানেল আই) ও সাধারণ সম্পাদক শফিক ছোটন (যমুনা টেলিভিশন) নির্বাচিত হয়েছেন। ৫ ই মার্চ শনিবার দুপুর ৩ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হারুন অল রশিদ এ ফলাফল ঘোষণা করেন। সহযোগী সদস্য ছিলেন, বীর মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ ও গোলাম সামদানী। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হারুন অল রশিদ জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪০ জন। এদের মধ্যে ৩৭ জন ভোটাধিকার প্রদান করেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতির দুইটি পদে এ.এস.এম রায়হান আলম (এটিএন বাংলা/এটিএন নিউজ) ও সুলতানুল আলম মিলন (মুক্ত খবর )। যুগ্ম-সম্পাদকের দুইটি পদে আব্দুর রউফ পাভেল (জি টিভি,দৈনিক ঢাকা ট্রিবিউন) ও এ কে সাজু (ডিবিসি নিউজ)। অর্থ-সম্পাদক পদে বাবুল আক্তার রানা (বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪)। দফতর সম্পাদক পদে আবু রায়হান রাসেল (দৈনিক আলোকিত সকাল)।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাসুদ রানা (দৈনিক কালবেলা)। কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, মো. নবীর উদ্দিন (দৈনিক করতোয়া), আসাদুর রহমান জয় (এনটিভি), আব্দুর রউফ রিপন (দীপ্ত টিভি,দৈনিক সোনার দেশ), মো.ওবায়দুল হক (ডেইলি অবজারভার), এমদাদুল হক সুমন(দৈনিক ই…

Most Popular

Recent Comments