22.9 C
Bangladesh
Sunday, November 3, 2024
spot_imgspot_img
Homeপটুয়াখালীপটুয়াখালীর বাউফলে আ.লীগে সংঘর্ষ, দুজন নিহত।

পটুয়াখালীর বাউফলে আ.লীগে সংঘর্ষ, দুজন নিহত।

প্রতীকী ছবি

পূর্ববিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফল উপজেলায় কেশবপুর ইউনিয়নের আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগের দুজন কর্মী মারা গেছেন। আজ রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত দুজন হচ্ছেন যুবলীগের স্থানীয় কর্মী রাকিব উদ্দিন নোমান (৩৩) ও তাঁর চাচাতো ভাই ইশাদ তালুকদার (২৪)। পুলিশ এ ঘটনার পর সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ সম্পাদকের পক্ষের জহির নামে একজন গুরুতর আহত হয়ে বরিশাল চিকিৎসা নেন। এর জের ধরে আজ সন্ধ্যা সাতটার দিকে দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। রক্তক্ষয়ী এই সংঘর্ষে রাকিব ও ইশাদ গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে দুজনই মারা যান।

এদিকে, দুজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলু ঘটনাটি দলীয় কোন্দল নয় বলে দাবি করে বলেন, স্থানীয়ভাবে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বাউফল সার্কেল) মো. ফারুক হোসেন সংঘর্ষে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্রঃ প্রথম আলো

Most Popular

Recent Comments