25.7 C
Bangladesh
Friday, December 6, 2024
spot_imgspot_img
HomeUncategorizedপাবনায় সাংবাদিক মোবারক বিশ্বাসকে গুমের হুমকিতে ক্ষোভ;নিন্দা ও প্রতিবাদ।

পাবনায় সাংবাদিক মোবারক বিশ্বাসকে গুমের হুমকিতে ক্ষোভ;নিন্দা ও প্রতিবাদ।

পাবনা শনিবার, ৯ জানুয়ারি ২০২১: জনৈক শিল্পপতির নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে
পাবনায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুুষ্ঠিত শিরোনামে
সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোবারক বিশ্বাসকে গুমের হুমকি দিয়েছে আদনান
নামে এক যুবক। হৃদয় নামের এক সাংবাদিকের ফেসবুক ম্যাসেঞ্জারে গত শুক্রবার
এ হুমকি দেওয়া হয়। হুমকিতে উল্ল্যেখ করা হয় “স্কয়ারের বিরুদ্ধে লেগো না আল্লাহর কসম গায়েব হয়ে যাবা” তোমার মোবারক বিশ্বাসকে আমরা পাবনায় একদিন রাখব না ইনশাল্লাহ কথা দিলাম মিলায়ে রাখিও। এমন হুমকি দেওয়ার পর পাবনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভ ও আতংক ছড়িয়ে পড়ে। ইতিপুর্বেও ওই
শিল্পপতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ২০১৭সালের ১৬ আগষ্ট দিবাগত রাতে
সাংবাদিক মোবারক বিশ্বাসের উপর নগ্ন হামলা করা হয়। সেই সময়ে হামলার নেতৃত্ব
দেন ওই শিল্পপতির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত কুখ্যাত সন্ত্রাসী শরিফুল ইসলাম
শরিফ ওরফে গুন্ডে শরিফ। সেই সময়ে হামলায় সাংবাদিক মোবারক বিশ্বাস প্রানে
বেঁচে গেলেও এবারে তাকে গুমের হুমকি দেওয়া হয়। সেই সময়ে হামলায় তাকে
কুপিয়ে ও পিটিয়ে গুরত্বর জখম করা হয়। হুমকির পর থেকে মোবারক বিশ্বাস
নিরাপত্তাহীনতায় রয়েছেন।

হুমকির বিষয়ে মোবারক বিশ্বাস মোবাইল ফোনে
পাবনার পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খানকে জানালে তিনি থানায় লিখিত
অভিযোগ দিতে বলেন। সাংবাদিক মোবারক বিশ্বাসকে হুমকির বিষয়ে পাবনার
সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে। তারা অবিলম্বে হুমকি দাতাকে দ্রুত আইনের
আওতায় আনার আহবান জানান।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ ও
বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ মোবারক বিশ্বাসকে হুমকি প্রদানে তারা
ক্ষোভে ফেটে পড়েন। পাবনার একুশে পদকপ্রাপ্ত প্রবীন সাংবাদিক এ্যাডভোকেট
রণেশ মৈত্র ফেসবুকে তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হুমকি দাতাদের
আইনের আওতায় আনার আহবান জানান।

সাংবাদিক মোবারক বিশ্বাসকে হুমকি
প্রদান করায় বেড়া উপজেলা প্রেসক্লাব, ভাঙ্গুরা উপজেলা প্রেসক্লাব ও সুজানগর উপজেলা প্রেসক্লাব, চাটমোহর অনলাইন প্রেসক্লাব, চাটমোহর রিপোটার্স ইউনিটি, ঈশ্বরদী রিপোটার্স ইউনিটি ও পাবনা জেলা ক্রাইম
রিপোটার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক, এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক খবরপত্রের নিজস্ব সংবাদদাতা এবং সিএনএন বিডি’র বিশেষ প্রতিনিধি মোঃ মোবারক বিশ্বাসকে হুমকির ঘটনায় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি
শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তিব্র নিন্দা ও
ক্ষোভ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। তারা হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার করে
আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তা না হলে
আগামীতে ঢাকাসহ সারা বাংলাদেশে একযোগে আন্দোলনের কর্মসুচী ঘোষনা করার কথা উল্লেখ করেন।

মোবারক বিশ্বাসকে গুম করার হুমকির প্রতিবাদে রোববার ১০ জানুয়ারি সকালে বিএমএসএফ পাবনা জেলা কার্যালয়ে এক প্রতিবাদ সভা ডেকেছে জেলা নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় পরবর্তি কর্মসুচী ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।

Most Popular

Recent Comments