19.9 C
Bangladesh
Tuesday, December 3, 2024
spot_imgspot_img
HomeUncategorizedপিরোজপুরের মাটিভাঙ্গার ভূমি কর্মকর্তাকে সরকারি কাজে বাঁধা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের মাটিভাঙ্গার ভূমি কর্মকর্তাকে সরকারি কাজে বাঁধা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেনকে সরকারি কাজে বাঁধা প্রদান ও শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় সরকারি কর্মচারি কল্যাণ সমিতির উদ্ধ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় ভান্ডারিয়া উপজেলা চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মনবন্ধনে সংশ্লিষ্টদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ ফিরোজ হাওলাদার, তেলিখালী ইউনিয়র ভূমি সহকারী কর্মকর্তা আবুল বাশার আযাদ, ভান্ডারিয়া ইউনিয়র ভূমি সহকারী কর্মকর্তা (পৌর) অনুতম দাস, ভান্ডারিয়া সায়রত সহকারী লিটন চন্দ্র, ধাওয়া ইউনিয়র ভূমি সহকারী কর্মকর্তা মোঃ হাসান আলী প্রমূখ। এবং পিরোজপুরের কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সিকদার, সাধারণ সম্পাদক তাপস কুমার মিত্র, সদস্য রিপন হালদার, অশোক দাস, স্বপন কুমার দাস, মানিক দাসসহ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্য প্রিন্স বিশ্বাস, সঞ্জয় কুমার হালদার, সুমন দাস, পরিতোষ কুমার প্রমুখ। মানববন্ধন শেষে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথির কাছে স্মারকলিপি পেশ করেন ।এবংপিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, অর্থ সম্পাদক গোবিন্দ চন্দ্র মজুমদার, সহ-সাংগঠনিক সমম্পাদক সুমন কৃষ্ণ বড়াল প্রমূখ।
উল্লেখ্য সরকার ঘোষিত গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ জন্য ১১ জানুয়ারী নাজিরপুর জেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে সরকারী খাসজমিতে অবৈধ্য স্থাপনা উচ্ছেদের সময় স্থানীয় মনির শেখ ও শাহজাহানের যোগসাজশে মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেনকে সরকারি কাজে বাঁধা প্রদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

Most Popular

Recent Comments