22.9 C
Bangladesh
Sunday, November 3, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতপীরগঞ্জে পরকীয়ার অপরাধে ছেলে-মেয়েকে গাছের সাথে বেঁধে রেখেছে গ্রামবাসি।

পীরগঞ্জে পরকীয়ার অপরাধে ছেলে-মেয়েকে গাছের সাথে বেঁধে রেখেছে গ্রামবাসি।

মোঃ রতন মিয়া – পীরগঞ্জ (রংপুর) উপজেলা প্রতিনিধিঃ-

“আমি কি আর সুখে আছি প্রেম আগুন জ্বলে বুকে” গতকাল ১১ সেপ্টেম্বর ২০২০ ইং শুক্রবারে এমনই এক ঘটনা ঘটেছে রংপুরের পীরগঞ্জের এক পল্লীতে।

জানাযায়,উপজেলার নখার পাড়া গ্রামের আব্দুল কায়েম মিয়ার পুত্র শাহ আমল মিয়া(৪০) একটা বিমা ইন্সুইরেন্স কোম্পানী’তে চাকরি করে। সে পলিপাড়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী মোছাঃ খাদিজা বেগম (৩৫) কে একজন নিয়মিত গ্রাহক বানায়। বিমা কিস্তির টাকা আদায় করতে করতে এক সন্তানের জননী খাদিজার সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে কয়েক বছর থেকে।

শুক্রবার দুপুরে শাহ আলম পলিপাড়া গ্রামে তার বোনের বাড়িতে গিয়ে উক্ত মহিলার বাড়িতে যায় এমনকি তার ঘরের ভিতর নীরজনে প্রবেশ করে। স্বামী আমিনুল ইসলাম জানতে পেরে ঘরের দরজা বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবেশীদের সংবাদ দেয়। প্রতিবেশিরা ঘর থেকে বেরিয়ে নিয়ে দুই জন কেই মারপিট করে গাছের সাথে বেঁধে রাখেন।

উল্লেখ্য,উক্ত মহিলার সাথে শাহ আলম প্রায়ই মোবাইল ফোনে কথা বলতেন বলে তিনটি মোবাইল ফোন ভেঙ্গে ফেলে স্বামী আমিনুল ইসলাম।

এছাড়াও শাহ আলম এর বাড়িতে স্ত্রী ও একজন সন্তান রয়েছে বলে জানাযায়। পরে বিষয়টি জানাজানি হলে,খবরপেয়ে ছেলে-মেয়ে দুই জনকে পুলিশ পীরগঞ্জ থানায় আটক রাখেন।

Most Popular

Recent Comments