32.9 C
Bangladesh
Wednesday, October 9, 2024
spot_imgspot_img
Homeনির্বাচনপৌরসভা নির্বাচন উপলক্ষে ব্রিফিং বানারীপাড়ায়।

পৌরসভা নির্বাচন উপলক্ষে ব্রিফিং বানারীপাড়ায়।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

আসন্ন ১৪-০২-২০২১ খ্রি:
বরিশালের বানারীপাড়ারা পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা মূলক পুলিশি ব্যবস্থা উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়ারা পৌরসভা নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষে মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ও সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার( উজিরপুর সার্কেল) আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজ মৃধা,স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মিন্টু,কাউন্সিলর প্রার্থী ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

বলেন ভোট কেন্দ্রে যে কোন প্রকার দায়িত্ব অবহেলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন।

Most Popular

Recent Comments