25.7 C
Bangladesh
Friday, December 6, 2024
spot_imgspot_img
Homeদোয়া মুনাজাতফুলবাড়ীতে সাবেক ভাইস চেয়ারম্যান আয়োজনে দোয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে সাবেক ভাইস চেয়ারম্যান আয়োজনে দোয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত

এস মন্ডল ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির বাবুল এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২রমজান) ফুলবাড়ী বাসস্ট্যান্ডে উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বাদ আছর হতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েতে ইসলাম ফুলবাড়ী উপজেলা শাখার আমির মওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম, সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার প্রকাশক ও সম্পাদক তাজমিলুর রহমান নয়ন। এসময় বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ২০১৪-১৯ সালে ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম। ফুলবাড়ীর আপামর জনসাধারণ আবারও আমাকে নির্বাচনে প্রার্থী হতে উৎসাহিত করছে। তাই আসন্ন ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছি। আমি আজ আপনাদের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আমার প্রার্থীতা ঘোষনা করলাম। আলোচনা শেষে সেখানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Most Popular

Recent Comments