26.1 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeঅনুদানফেনীতে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীনদের মাঝে যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

ফেনীতে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীনদের মাঝে যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ


আবদুল্লাহ আল মামুন :

ফেনী জেলা যুবলীগের উদ্যোগে চলমান করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ, অটোরিকশা চালক, পরিবহন শ্রমিক, দিনমজুরসহ ক্ষতিগ্রস্ত প্রায় তিন হাজার পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) ফেনীর দাগনভূঞা আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মিলনায়তন, দাগনভূঞা পৌরসভা চত্ত্বর, দুধমুখা উচ্চ বিদ্যালয়, সিন্দুরপুর ইউনিয়ন পরিষদসহ আটটি ইউনিয়ন একটি পৌরসভায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব জেকব, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন স্বপন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান বুলবুল প্রমুখ।

Most Popular

Recent Comments