34.6 C
Bangladesh
Friday, September 20, 2024
spot_imgspot_img
Homeঅনুদানফেনীর দাগনভূঞায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক...

ফেনীর দাগনভূঞায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ৫০ বান ঢেউটিন ও ১ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বুধবার সকালে দাগনভূঞা উপজেলা পরিষদ বিজয় চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল হাসান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সময় আগুনে পুড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, দুস্থ ও অসহায় ২৮ ব্যক্তির মাঝে ৫০ বান ঢেউটিন প্রতি বানের সাথে ৩ হাজার টাকা মোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ নাম্বারে খাদ্য সহায়তার জন্য আবেদনকারীদের (যাচাই বাছাইক্রমে) খাদ্য সহায়তা প্রদান করা হয়।

Most Popular

Recent Comments