32.9 C
Bangladesh
Wednesday, October 9, 2024
spot_imgspot_img
Homeজন্মশতবার্ষিকীফেনীর দাগনভূঞায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

ফেনীর দাগনভূঞায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

আবদুল্লাহ আল মামুন:
বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী যথাযথ উদযাপন উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলায় ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে। এদিন বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি প্রমুখ। সভায় বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments