26.7 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতফেনীর পরশুরামে ফেনসিডিল ও গাঁজাসহ ২ মাদক কারবারি আটক।

ফেনীর পরশুরামে ফেনসিডিল ও গাঁজাসহ ২ মাদক কারবারি আটক।

আবদুল্লাহ আল মামুন :
ফেনীর পরশুরাম মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ফেনসিডিল ও গাঁজাসহ সিরাজ(৪০) ও সাদ্দাম (২৯) নামের দুই মাদক কারবারি আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল ও দুইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে এর আগেও পরশুরাম থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার মির্জানগর ইউনিয়নের নোয়াপুর গ্রামের মকবুল হোসেন এর ছেলে সিরাজ (৪০) এবং একই ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের কবির আহম্মেদ এর ছেলে আমিন হোসেন সাদ্দাম (২৯)।
পরশুরাম মডেল থানার ওসি মুঃ খালেদ হোসেন জানান,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Most Popular

Recent Comments